Thursday, March 28, 2024
বাড়িরাজ্যজয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চাপ্টারের আলোচনা সভা

জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চাপ্টারের আলোচনা সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : রবিবার জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চাপ্টারের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সভা গৃহে এদিনের আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মিহির কান্তি দেব।

এদিনের আলোচনা সভা থেকে আওয়াজ তোলা হয় পাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার নতুন শিক্ষানীতির প্রভাব নিয়ে। এ বিষয়ে মিহির কান্তি দেব বলেন, এদেশে নিয়ম রয়েছে বিনা পয়সায় সবাইকে শিক্ষার সুযোগ করে দেওয়া। কিন্তু যে পরিস্থিতির দিকে দিন দিন এগিয়ে চলেছে রাজ্যে শিক্ষা ব্যবস্থা তা অত্যন্ত উদ্বেগ জনক। হয়তো আগামী দিনে গরিব ছাত্র-ছাত্রীরা পড়াশোনার সুযোগ পাবে না। বহু ছেলেমেয়ে শিক্ষিত হতে পারবেনা। তাই এর বিরুদ্ধে আওয়াজ তোলা জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য