স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : রবিবার কৃষ্ণনগর সুপারী বাগান এলাকায় নব নির্মিত রেড রোজ ক্লাব গৃহের শুভ উদ্বোধন হয়। একই সঙ্গে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটার ভাস্বতী দেববর্মা , ক্লাবের সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক নন্দ লাল বনিক সহ অন্যান্যরা।
২০১৮ সালে নতুন সরকার আসার পর রাজ্যে ক্লাব সংস্কৃতির মধ্যে পরিবর্তন এসেছে। আগে ক্লাব ছিল ভয়ের জায়গা। এখন সেই ক্লাব হচ্ছে আশ্রয় স্থল। মানুষের আস্থার জায়গা অর্জন করেছে ক্লাব গুলি। এই এলাকায় আগে ভয়ের জন্য সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটেনি। এখন যার ধর্ম ও কর্মকরার সুযোগ এসেছে। ক্লাব মানূষকে একত্রিত করে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করছে। রাজনৈতিক ভাবে আটকে রাখার দিন শেষ। জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে বলে জানান মেয়র দীপক মজুমদার। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মেয়র সহ অন্যান্য অতিথিরা। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যনীয়। এ ধরনের শিবির আগামী দিনে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। এবং রক্তদানে উপস্থিত সকলকে অভিনন্দন জানান তিনি।