আগরতলা। ৫ ডিসেম্বর। রবিবার বিকালের বিমানে রাজ্য সফরে আসেন প্রদেশ বিজেপি-র প্রভারি বিনোদ সোনকর। এইদিন আগরতলাস্থিত এম বি বি বিমান বন্দরে প্রদেশ বিজেপি প্রভারিকে স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বনিক সহ অন্যান্যরা। জানা যায় আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য পুর ও নগর এলাকার পদাধিকারীদের নামের তালিকা চূড়ান্ত করতেই প্রদেশ বিজেপি প্রভারির রাজ্য সফর।
প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের রাজ্য নেতৃত্বদের সাথে বৈঠক করার কথা রয়েছে প্রদেশ বিজেপি প্রভারির। আগরতলাস্থিত এমবিবি বিমান বন্দরে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি প্রভারি বিনোদ সোনকর রাজ্যবাসীকে ধন্যবাদ জানান সদ্য সমাপ্ত পুর ও নগর এলাকার নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য। তিনি বলেন পুর ও নগর এলাকার নির্বাচনের পূর্বে কিছু লোক রাজ্যের বদনাম করার চেষ্টা করেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পুর ও নগর এলাকার পদাধিকারীদের নামের তালিকা চূড়ান্ত করতে প্রদেশ বিজেপি প্রভারির রাজ্য সফর তা এক প্রকার স্পষ্ট বিনোদ সোনকরের বক্তব্য থেকে। তিনি জানান পুর ও নগর এলাকার নির্বাচনের পূর্বে বিজেপি নেতৃত্বরা সকলের সাথে আলোচনা করে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করেছিল। অনুরুপ ভাবে আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য পুর ও নগর এলাকার পদাধিকারীদের নামের তালিকা চূড়ান্ত করা হবে সকলের সাথে আলোচনা করে।