Saturday, January 18, 2025
বাড়িরাজ্যত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা বিজেপির

ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা বিজেপির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর :  নির্বাচনের ঘন্টা না বাজার আগেই রাজ্যে সবকটি রাজনৈতিক দল ময়দানে দামামা বাজিয়ে চলেছে। কিন্তু আগামী ১৫ জানুয়ারির আগে ঘোষণা হতে পারে নির্বাচন। ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হতে পারে। এমনটাই সম্ভাবনা উজ্জ্বল। যতদূর জানা গেছে চলতি মাসের শেষ দিকে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন রাজ্য সফরে আসতে পারে বলে বিশ্বস্ত সূত্রে খবর।

 তাই ইতিমধ্যে ভাজপা ঘর গোছাতে হাই কমান্ডের নির্দেশে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা শুরু করেছে। তৃণমূল স্তর থেকে সংগঠন মজবুত করতে ক্লাস শুরু করেছেন প্রদেশ সভাপতি ও মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর সফর একাধিকবার বাতিল হওয়ার পরেও মহাকরণ সূত্রে খবর সহসায় রাজ্য সফরে আসবেন তিনি। বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শনিবার রাজধানীর টাউন হলে অনুষ্ঠিত হয় ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী  ডাঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, নির্বাচনী প্রভারী ডাঃ মহেশ শর্মা, এস টি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি সমীর ওরাং সহ প্রদেশ নেতৃত্ব। এদিনের সভায় ত্রিস্তর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা অংশ নেন। ২০২৩-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি কি করনীয় এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা কিভাবে সংগঠনের কাজ করবে তার দিশা নির্দেশের জন্য এই সাংগঠনিক বৈঠক বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

যতদূর জানা গেছে রাজ্য নেতৃত্ব এদিন বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। আগামী ২ মাস কিভাবে ময়দানে রাজনীতি করতে হবে সে বিষয়ে ক্লাস নিয়েছেন পঞ্চায়েত স্তরের নেতৃবৃন্দদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য