স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : নির্বাচন যতই এগিয়ে আসছে মানুষ দাবি-দাওয়া নিয়ে ময়দানে সরব হচ্ছে। বেকার যুবক যুবতীদের পর এবার অবসরপ্রাপ্ত কর্মচারীরা বঞ্চনার শিকার হয়ে ময়দানে নামতে বাধ্য হয়েছে। ত্রিপুরা সরকারের সমস্ত পেনশন ভোগীদের কেন্দ্রীয় সরকারের মতো সংশোধিত হারে বকেয়া সহ পেনশন প্রদান করা, নয়া পেনশনাইন বাতিল করে পূর্বের ন্যায় ডিফাইন বেনিফিট পেনশন প্রকল্প চালু করা, কেন্দ্রীয় সরকারের ন্যায় মাসিক নয় হাজার টাকা ন্যূনতম পেনশন প্রদান করা সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে পথসভা সংগঠিত করল গভার্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরা।
পূর্ব ঘোষণা মোতাবেক এইদিন গভার্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে এই পথ সভা সংগঠিত করা হয়। গলায় প্লে-কার্ড ঝুলিয়ে এসোসিয়েশানের সদস্য সদস্যরা এইদিনের পথ সভায় সামিল হয়। উপস্থিত ছিলেন এসোসিয়েশানের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র বণিক সহ অন্যান্যরা। ১০ দফা দাবি গুলির মধ্যে রয়েছে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ন্যায় মাসিক ৯ হাজার টাকা নুন্যতম পেনশন দিতে হবে। বকেয়া ৩০ শতাংশ মহার্ঘ রিলিফ অবিলম্বে মঞ্জুর করতে হবে। নয়া পেনশন আইন বাতিল করে পূর্বের ন্যায় ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু করতে হবে। গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমেও পেনশন প্রদান চালু করতে হবে ইত্যাদি। এসোসিয়েশানের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র বণিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দাবি গুলি তুলে ধরেন। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৩৮ শতাংশ মহার্ঘ্য ভাতার মধ্যে মাত্র ৮ শতাংশ মহার্ঘ ভাতা পেয়েছে। আসন্ন নির্বাচনের আগে যদি মহাঘ্য ভাতা মিটিয়ে দেওয়া না হয় তাহলে তারা পুনরায় আন্দোলনের নামবে বলে হুশিয়ার দেন। তবে এখন দেখার বিষয় আগামী দিনে কতটা দাবি-দাওয়া পূরণ হয় পেনশনের মধ্যে।