Saturday, January 25, 2025
বাড়িরাজ্যশিক্ষা দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করল ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ

শিক্ষা দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করল ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : অনশন মঞ্চ থেকে এবার ডেপুটেশন প্রদান করতে শিক্ষা ভবনে গেল চাকরিচ্যুত ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ। ২৪ ঘন্টা সময় বেধে দিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতা প্রদ্বীপ বণিক জানান, সাংবিধানিক নিয়মে গনতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়। বিভিন্ন সময় সরকারের সঙ্গে থেকে সদর্থক ভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। অথচ ৫৭ মাস গত হওয়ার পর এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সামনেই বিধানসভা নির্বাচন। এই সময়ে সরকার আর কিছুই করতে পারবে না।

 এতে করে সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে ১০৩২৩-র। পরিবারের সদস্যরা অনাহার অর্ধাহারে অর্ধমৃত। যারা শাসকের ভুমিকায় দায়িত্বে আছেন তারাই পারেন সমস্যার সমাধান করতে। বরাবর তা জানান দেওয়া হচ্ছে। শিক্ষকতার পেশার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা রাস্তায় নেমে গুন্ডামী করতে আসেনি। তাই ফের অনশন মঞ্চ থেকে গৃহীত কর্মসূচীর মাধ্যমে রাস্তায় নেমে সরকারকে বার্তা দেওয়া হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ না নিলে সারা রাজ্যব্যাপী আন্দোলনে নামার ঘোষণা দেন ক্ষতিগ্রস্থ ১০,৩২৩ শিক্ষক সমাজের পক্ষে প্রদীপ বনিক।  মন্ত্রীসভায় সিদ্ধান্ত নিয়ে পূর্বতন সরকারের ক্যাবিনেট ম্যামো ৯৮৫৩ প্রত্যাহার করে ১০,৩২৩ প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে রায় অনুযায়ী বাঁচানো সম্ভব বলে জানান প্রদীপ বনিক।  গত ১ ডিসেম্বর প্রথম দফায় সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য বলা হয়েছিল। এখনো পর্যন্ত কোন বার্তা আসেনি। তাই তৃতীয় পর্যায়ে আন্দোলন শুরু হয় বৃহস্পতিবার। এদিন অনশন মঞ্চ থেকে মিছিল করে শিক্ষা দপ্তরে গিয়ে অধিকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরের সচিবের উদ্দেশ্যে তিন দফা দাবি সনদ তুলে দেন তারা। দাবি পূরণ না হলে জন জীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন তারা। জন গনের স্বাভাবিক জীবন ব্যহত হলে তার জন্য দায়ী থাকবে সরকার বলে হুশিয়ারি দেন প্রদীপ বনিক। এদিন শিক্ষা দপ্তরের অধিকত্তা এন সি শর্মার কাছে ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা প্রদীপ বনিক, প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য