Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যএক মঞ্চে দুই হেভিওয়েট

এক মঞ্চে দুই হেভিওয়েট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : নির্বাচন আসন্ন। হাতে সময় দুমাস। এই পরিস্থিতিতে বুধবার এক নয়া চিত্র দেখা গেছে আগরতলা প্রেসক্লাবে। একই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আগরতলা প্রেস ক্লাবে স্বাধীনতা সংগ্রামে ত্রিপুরার বীর সেনানি দের শ্রদ্ধা ও স্মরণ করার অনুষ্ঠান হয়।

 স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন, স্বাধীনতার পর্যাপ্ত বছর পূর্তিতে ধরনের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের আরও বেশি শ্রদ্ধা ও স্মরণীয় হতে হবে। এবং চলতি বছর ৭৫ বছর পূর্তিতে শাসক দলের দায়িত্ব অত্যন্ত বেশি বলে অভিমত ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। আজাদি কা অমৃত মহোৎসব গ্রহণ করার সুযোগ গ্রহণ করেছিল সরকার। আর এই সময় গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করার গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল সরকারের। এমনটাই অভিমত ব্যক্ত করে জিতেন্দ্র চৌধুরী। এদিন শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য