Wednesday, January 22, 2025
বাড়িজাতীয়রাজ্যসভার চেয়ারম্যান পদে যাত্রা শুরু ধনখড়ের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রাজ্যসভার চেয়ারম্যান পদে যাত্রা শুরু ধনখড়ের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে অফিসিয়ালি ঘোষণা করা হল উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন। জগদীপ ধনখড়কে তিনি ‘কৃষক পুত্র’ হিসেবে সম্বোধন করেন। তাঁর কথায়, “রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় দেশকে আরও গৌরবান্বিত করবেন।”

এদিন সংসদের শীতলকালীন অধিবেশনের প্রথম ভাষণে রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একজন দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন। বর্তমান উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় একজন কৃষক পুত্র। আইন সম্পর্কেও তাঁর জ্ঞান রয়েছে। ফলে তাঁর ভূমিকা রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর উপস্থিতি রাজ্যসভা তথা সংসদকে আরও গৌরবজ্জ্বল করে তুলবে।”

একইসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, “দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য়ে আমাদের দেশের সংসদই সকলকে পথ দেখাবে। রাজ্যসভা আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য ছিলেন। আজাদির অমৃত মহোৎসব চলাকালীণ সংসদের শীতকালীণ অধিবেশন শুরু হল। ফলে রাজ্যসভার গুরুত্ব অপরিসীম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য