Sunday, July 27, 2025
বাড়িরাজ্যপ্রদেশ বিজেপির পক্ষ থেকে ডঃ বি আর আম্বেদ করের ৬৭ তম তিরোধান...

প্রদেশ বিজেপির পক্ষ থেকে ডঃ বি আর আম্বেদ করের ৬৭ তম তিরোধান দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর :  মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদ করের ৬৭ তম তিরোধান দিবস উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠানে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষের সংবিধানের প্রনেতা ছিলেন ডঃ বি আর আম্বেদকর। ১৯৫৬ সালে ৬ ডিসেম্বর প্রয়াত হন ডঃ বি আর আম্বেদকর। তিনি অর্থনীতি বিদের পাশাপাশি রাজনীতিবিদ ছিলেন। ভারতবর্ষের সংবিধানের ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ডঃ বি আর আম্বেদকর দলিতদের জন্য যে সকল কাজ করে গেছেন সেই বিষয়ে সকলে জানতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠান শেষে বিজেপির তপশিলি জাতি মোর্চার উদ্যোগে রাজধানীতে এক পদযাত্রা সংগঠিত করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়। এই পদ যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার , তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা। এইদিনের এই পদযাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!