স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : সরকার চলতি বছর সবচেয়ে বেশি শিক্ষক-শিক্ষিকা একসাথে নিয়োগ করেছে। তাই ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২০, ২০২১, ২০২২ সাল পর্যন্ত যে সকল শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগদান করেছে তাদের আগামী ১১ ডিসেম্বর মুক্তধারা অডিটোরিয়ামে অভিনন্দন ও নবীন বরণ করা হবে।
সোমবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক অজয় পাল। তিনি আরো জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আরো দাবি জানান বাকি যোগ্য চাকুরি প্রত্যাশী যুবক যুবতীদের দ্রুত নিয়োগ করার জন্য। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্যরা।