Friday, March 29, 2024
বাড়িবিশ্ব সংবাদমাস্ককে ‘হাফ-চাইনিজ’ বলে আক্রমণ র‍্যাপার কেনির

মাস্ককে ‘হাফ-চাইনিজ’ বলে আক্রমণ র‍্যাপার কেনির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ ডিসেম্বর: টুইটারের মালিক ইলন মাস্ককে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন র‍্যাপ সংগীত তারকা কেনি ওয়েস্ট। খবর এএনআইয়ের।কেনির টুইটার অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করার পর তিনি আজ সোমবার মাস্ককে আক্রমণ করে কথা বলেন। মাস্ককে আক্রমণের জন্য কেনি ইনস্টাগ্রাম বেছে নেন।কেনি লেখেন, ‘আমিই কি একমাত্র ব্যক্তি, যে মনে করে, ইলন অর্ধেক চীনা (হাফ-চায়নিজ) হতে পারেন?’কেনি আরও বলেন, ‘আপনি কি তাঁর (মাস্ক) ছোটবেলার ছবি দেখেছেন?’
সহিংসতায় উসকানির বিরুদ্ধে মাইক্রোব্লগিং সাইটটির নিয়ম লঙ্ঘনের জন্য সম্প্রতি কেনির টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়।টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ২ ডিসেম্বর কেনির অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করার তথ্য নিশ্চিত করেন।মাস্ক টুইটারে বলেন, ‘আমি যথাসাধ্য চেষ্টা করেছি। তা সত্ত্বেও তিনি (কেনি) আবার সহিংসতায় প্ররোচনার বিরুদ্ধে আমাদের নিয়ম লঙ্ঘন করেছেন। তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হবে।’যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার বলছে, র‍্যাপার কেনি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে বেশ কয়েকটি বিতর্কিত পোস্ট দিয়েছিলেন।২২ বার গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী কেনি র‍্যাপার হিসেবে বেশ জনপ্রিয়। ‘স্ট্রঙ্গার’, ‘জেসাস ওয়াকস’ ও ‘গোল্ড ডিগার’ প্রভৃতি জনপ্রিয় গানের শিল্পী তিনি।দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা মাস্ক বিশ্বের শীর্ষ ধনী। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন। তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য