Saturday, January 18, 2025
বাড়িরাজ্যচড়িলামে অপহরণ সিপিআইএম নেতা, উদ্ধার জঙ্গলে

চড়িলামে অপহরণ সিপিআইএম নেতা, উদ্ধার জঙ্গলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : চড়িলামে রাজনৈতিক হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো অশনি সংকেত। সন্ত্রাসের ছায়া যেন পিছু ছাড়ছে না চড়িলামে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের। দক্ষিণ চড়িলামে নিখোঁজ হয়ে যায় সি পি আই এম ব্রাঞ্চ সম্পাদক লিটন সাহা। নিখোঁজের খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত সাড়ে আটটার নাগাদ স্থানীয় একটি দোকানের সামনে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, তখন দোকানের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। পরে গাড়িটি দাঁড় হওয়ার সঙ্গে সঙ্গে সি পি আই এম বাঞ্চ সম্পাদক লিটন সাহা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তারপর লিটন আর বাড়ি যায় নি। বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। সোমবার সকালে পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ার খবর চাউর হতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সি পি আই এম কর্মী লিটন সাহা নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে পরিবারের কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ পরিবারের সমস্ত লোকজন। পরবর্তী সময় জঙ্গল থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হয় লিটন। লিটন জানায় মুখে কালো কাপড় বাঁধা ৩-৪ জন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর তাকে সংগ্রাহীন করে জঙ্গলে নিয়ে বেঁধে রাখে। থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানায় তার পরিবারের লোকজনেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচন ঘোষণা হওয়ার আগে এ ধরনের আতঙ্কের সংকেত ঘিরে ক্রমশ স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য