Sunday, January 19, 2025
বাড়িরাজ্যসীমান্ত দিয়ে পাচারের সময় আটক ৮ টি গরু

সীমান্ত দিয়ে পাচারের সময় আটক ৮ টি গরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর :  অবাধে চলছে পাচার বাণিজ্য। চলছে মানুষের যাতায়াত। গত কয়েকদিনে বহু বাংলাদেশি নাগরিক আটক হওয়ার পর এবার আটক হয়েছে গরু। ত্রিপুরা থেকে গরুগুলি পাচারের চেষ্টা হয়েছিল। শনিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে গরু পাচার করার সময় বি.এস.এফের হাতে আটক হয় আটটি গরু।

ঘটনা কৈলাসহরের ইরানী থানার হীরাছড়া এডিসি ভিলেজের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ ভাবে গরু পাচার করার সময় বি.এস.এফ আটটি গরু আটক করতে সক্ষম হলেও পাচারকারীকে আটক করতে পারে নি। কারণ, টহলরত বি.এস.এফ-কে দেখা মাত্রই পাচারকারী দৌড়ে পালিয়ে যায়। বি.এস.এফ আটককৃত আটটি গরু পরবর্তী সময় ইরানি থানায় এনে পুলিশের হাতে তোলে দেয়। রবিবার সকালে ইরানি থানার পুলিশ জানায়, রাতের বেলা আটটি গরু নিয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তারের দিকে আসছিলো। সীমান্তের প্রায় তিনশো মিটার দূর থেকে পাচারকারী টহলরত বি.এস.এফ-কে দেখতে পেয়ে গরু ছেড়ে দিয়ে পাচারকারী দৌড়ে পালিয়ে যায়।

 টহলরত বি.এস.এফ আটটি গরুকে আটক করে রাতেই প্রাথমিকভাবে হীরাছড়া বি.ও.পি-তে নিয়ে যায়। রবিবার সকালে বি.এস.এফ ইরানি থানায় আটটি গরুকে নিয়ে এসে পুলিশের হাতে তোলে দেয়। পুলিশ আটটি গরুকে প্রাথমিকভাবে গোশালায় পাঠিয়ে দিয়ে গরুর প্রকৃত মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানায়। তবে এভাবে পাচার বাণিজ্য রীতিমতো কৈলাশহরকে গত কয়েক দিনে যে মাথা ছাড়া দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কখনো বিএসএফ জওয়ানদের হাতে, আবার কখনো স্থানীয় মানুষের হাতে আটক হচ্ছে বাংলাদেশী নাগরিক। এবার আটক হয়েছে গরু। এই গরুগুলির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য