Sunday, January 26, 2025
বাড়িরাজ্যবামেদের বিক্ষোভ মিছিল শহরে

বামেদের বিক্ষোভ মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : রাজ্যে আইন শাসন প্রতিষ্ঠা করা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রবিবার সকালে রাজধানীর জগহরিমুড়া এলাকা থেকে এক মিছিল সংগঠিত হয়। সি পি আই এম বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সি পি আই এম নেতা অমল চক্রবর্তী বর্তমান পরিস্থিতি তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে কর্মসংস্থানের অভাব, মানুষ অভাব অনটনের শিকার।

এর প্রতিবাদ যখন করে জনগণ রাস্তায় নামছে তখন আক্রমণের শিকার হচ্ছে। তিনি আরো জানান ৩০ নভেম্বর চড়িলাম বাজারে বামেদের ডেপুটেশনে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়ে সি পি আই এমের কর্মী সহীদ মিঞার মৃত্যু হয়েছেন। পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। তারই প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টি রাজ্যবাসীর সাথে প্রতিশ্রুতি নিয়ে যে প্রতারণা করেছে এর বিরুদ্ধে মানুষকে সজাগ করতে আজকে মিছিল থেকে জানান দেওয়া হচ্ছে। আরো বলেন ২০১৮ সালের পর থেকে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র ভূলুন্ঠিত। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। ভোট দিতে গেলে আক্রান্ত হয়। এর প্রতিবাদে মানুষকে এগিয়ে এসে বৃহত্তর আন্দোলন সংঘটিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের দিশা খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য