Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবাইক বাহিনী প্রতিহত করার আহ্বান গোপাল রায়ের

বাইক বাহিনী প্রতিহত করার আহ্বান গোপাল রায়ের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর :  বাইক বাহিনীকে প্রতিহত করার আওয়াজ তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়। তিনি রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সেবা দল কর্তৃক আয়োজিত সভায় বক্তব্য রেখে বলেন কংগ্রেস কর্মী সমর্থকদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন ভোট লুট করতে পারবেনা শাসকদল বিজেপি। গণতান্ত্রিকভাবে সেই প্রস্তুতি নিয়েছে কংগ্রেস। তিনি আরো বলেন কংগ্রেস হলো বিশ্বের সবচেয়ে পুরনো দল। এই দলটি জনগণের। আগামী ২০২৩ সালে সরকারের প্রতিষ্ঠিত হবে কংগ্রেস বলে জানান তিনি।

তিনি বক্তব্য রাখতে গিয়ে একপ্রকার ভাবে বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে বেকারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন কোন শূন্যপদ পড়ে থাকবে না। সমস্ত শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি গরিব বংশের মানুষদের উদ্দেশ্যে বার্তা রেখে বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর নেতৃত্বে ১০০ দিনের যে কাজের সূচনা হয়েছিল, তা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দল সরকারের প্রতিষ্ঠিত হয়ে কমপক্ষে ১০০ দিনের কাজ করাবে। কারণ গত পৌনে পাঁচ বছরে দেখা গেছে মাত্র ৪০ থেকে ৫০ দিন কাজ পেয়েছে শ্রমিকরা। সেই বার্তা জনগণের কাছে কর্মীদের নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আয়োজিত সবাই এদিন সংগঠনের রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য