স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : বিদুরকর্তা চৌমুহনী এলাকায় অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় অটো গাড়ি চালক। আহত অটো চালকের নাম সুজিত সরকার। জানা যায় রবিবার সকালে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত হয় অটো চালক।
খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে অটোচালক সুজিত সরকারকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। জন্য জানা যায় দ্রুত গতিতে থাকার কারণে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করে পুলিশ। আহত চালক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে মারুতি গাড়ি চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায় ট্রাফিক পরিষেবা থাকার পরও কিভাবে অসাবধানতা অবলম্বন করে গাড়ি চালকরা।