স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ডিসেম্বর : গভীর রাতে রাণীরবাজার ধান চৌমুহনী এলাকায় একটি ১২ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় লোকজন না থাকায় অল্প পেতে রক্ষা মিলেছে। গাড়ি চালক ও সহচালক অল্প বিস্তর যখন হয়েছেন বলে খবর।
দান চৌমুহনী এলাকায় ১২ চাকার গাড়ি উল্টে রাস্তার পাশে পড়ার সাথে সাথেই বিকট আওয়াজ হয়। বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজনরা বের হয়ে আসেন। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি উল্টে যাওয়ায় গাড়িটির অল্প বিস্তর ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।