Thursday, January 23, 2025
বাড়িরাজ্যসহিদ মিঞার খুনের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে মামলা

সহিদ মিঞার খুনের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : গত ৩০ নভেম্বর চড়িলাম বাজারে রাজনৈতিক সংঘর্ষে খুন হওয়া সহিদ মিঞা ভাই রশিদ মিঞা শনিবার বিশালগড় থানায় মামলা দায়ের করেন। খুনের সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান রশিদ মিঞা। শনিবার মামলাটি দায়ের করে সহিদ মিঞার ভাই রশিদ মিঞা জানান, ৩০ নভেম্বর রাজনৈতিক সভায় গিয়ে খুন হয়েছে। সেদিন রাজনৈতিক সভা চলার সময় চড়িলাম ব্যাংকের সামনে দুর্বৃত্তদের দ্বারা খুন হয়।

 তারপর পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা তার ভাইয়ের খুনের পেছনে দায়ী কিনা জানা নেই। তবে ৫২ জনের বিরুদ্ধে এদিন মামলা করা হয়েছে বলে জানান সহিদ মিঞার ভাই। কিন্তু এই ঘটনার রহস্য ক্রমশ দানা বাধতে শুরু করেছে। কারণ এই দিনের খুনের ঘটনায় কারা জড়িত রয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলছে না। কিন্তু জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে গোটা বিশালগড় মহকুমা। অবিলম্বে অভিযুক্ত গ্রেপ্তার না হলে বিরোধী রাজনৈতিক দলগুলি পুনরায় ময়দানে নামতে পারে বলে সূত্রের খবর। সুতরাং শাসক দল এই সভায় আক্রান্ত করে মাইলেজ পাওয়ার চেষ্টা করতে গিয়ে বরং বিরোধী রাজনৈতিক দলগুলিকে মাইলেজ দিয়েছে। বিশেষ করে রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে আরো একবার অভিযোগ তোলার মতো সুযোগ করে দিয়েছে শাসনদল। গত দুদিনে সব কটি রাজনৈতিক দল এই বিষয় নিয়ে ময়দান গরম করে চলেছে। এখন দেখার বিষয় অভিযুক্ত ৫২ জনের মধ্যে কতজনকে জালে তুলে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য