স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর। শুক্রবার রাজ্য সচিবালয়ে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং বনাধিকার অ্যাপস (জিপিএস বেসড মোবাইল অ্যাপ্লিকেশন ফর ফরেস্ট পাট্টা ল্যান্ড ডেমারকেশন) শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম টিপে এদিন বনাধিকার অ্যাপসের শুভ উদ্বোধন করেন।
উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজস্ব ও বনমন্ত্রী এন সি দেববর্মা। এদিন অনুষ্ঠানে গিরিরাজ সিং বক্তব্য রেখে বলেন আজ যে দুটি অ্যাপসের শুভ উদ্বোধন করা হয়েছে, এতে ত্রিপুরার আদিবাসীদের এক বছর পর বুঝতে পারবে তাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে। উপকৃত হবে আদিবাসী অংশের মানুষ। ত্রিপুরার বর্তমান সরকার আগামী দিনে চলতে থাকে তাহলে ত্রিপুরা সুদূর ভবিষ্যতে গোটা দেশকে এবং দুনিয়াকে দিশা দেখাবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পাট্টা লেন্ড কাগজ-কলমে থাকলেও জনজাতিয়া জানতো না তাদের জমির সম্পর্কে।
দুর্নীতি মুক্ত ত্রিপুরা জন্য এটা একটা মাইলস্টোন হবে। এর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বনমন্ত্রী এন সি দেববর্মা বক্তব্য রেখে বলেন, অনলাইন সিস্টেম দুর্নীতিমুক্ত রাজ্যের জন্য উপযোগী। ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং বনাধিকার (জিপিএস বেসড মোবাইল অ্যাপ্লিকেশন ফর ফরেস্ট পাট্টা ল্যান্ড ডেমারকেশন) আপাতত রাজ্যের পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলাতে চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে সারা রাজ্যে এ অনলাইন সিস্টেম পরিষেবাটি চালু করা হবে। এর জন্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান তিনি। নতুন পরিষেবাটি মাধ্যমে রাজ্যের মধ্যে কাজ হবে বলে আশ্বস্ত করেন তিনি। বনাধিকার অ্যাপসের মাধ্যমে উপজাতিরা তাদের জমির অধিকার ফিরে পাবে।