স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর। আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে শুক্রবার ও এন জি সি ত্রিপুরা অ্যাসেটের উদ্যোগে সাইক্লোথনের আয়োজন করা হয়। স্বচ্ছ, সবুজ ও স্বাস্থ্যকর ভারত গড়ার আহ্বান জানিয়ে এই সাইক্লোথনের আয়োজন করে ও এন জি সি। অতিরিক্ত যান বাহনের কারনে পরিবেশ দুষিত হচ্ছে।
এই অবস্থায় সাইকেল হচ্ছে একমাত্র বিকল্প। এতে করে একজন সুস্থদেহ ও সুস্থ পরিবেশ গরতে পারে। মাত্রাতিরিক্ত দূষণের কারনে ঝুঁকির মুখে সকলে। তাই অধিক মাত্রায় সাইকেল চালানোর চল শুরু হলে এই দূষণ রোধ করা সম্ভব হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে সাইক্লোথনের আয়োজন করা হয়েছে বলে জানান ও এন জি সি ত্রিপুরা অ্যাসেটের অ্যাসেট ম্যানেজার তরুণ মালিক। এদিন সাইকেল র্যালিটি ও এন জি সি কার্যালয় থেকে শুরু হয়ে আশপাশের এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা।