Friday, October 18, 2024
বাড়িরাজ্যষড়যন্ত্রকারীদের নির্বাচনে মানুষ জবাব দিয়ে দিয়েছে : মুখ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের নির্বাচনে মানুষ জবাব দিয়ে দিয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : রাজ্যে ষড়যন্ত্রমূলকভাবে ধর্মীয় বিদ্বেষ তৈরির প্রচেষ্টা প্রতিহত করে শান্তি-সম্প্রতি সুনিশ্চিতকরণ করা হয়েছে। ত্রিপুরাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চেয়েছিল তাদের সদ্য পুর ও নগর নির্বাচনে জবাব দিয়ে দিয়েছে রাজ্যের মানুষ।

এ ধরনের ষড়যন্ত্র রাজ্যের মানুষ এবং রাজ্য সরকার কোনদিনই সহ্য করবে না। জিরানীয়া পুলিশ স্টেশন কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য আরক্ষা দপ্তরে পাঁচ শতাধিক মহিলা নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাজ্য পুলিশের কর্মদক্ষতার ফলেই মহিলা সংক্রান্ত অপরাধ, খুন, ধর্ষণ সহ অন্যান্য অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে। বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে এইচআইভি সংক্রমণ এবং ড্রাগমুক্ত ত্রিপুরা নির্মাণে প্রতিটি ঘর থেকে মহিলাদের প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ হওয়া প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা হয়েছিল ৬৫৫ টি ২০২০ -তে কমে দাঁড়িয়েছে ৪৬৬ টি, ২০১৯ -তে ধর্ষন হয়েছিল ১৯৫ টি, ২০২০ -তে কমে হয়েছে ১৬৫ টি, এটেম্পট টু মার্ডার মামলা হয়েছিল ২০১৯ -তে ১৫৩ টি, ২০২০ সালে কমে হয়েছে ১১৭টি, ২০১৯ সালে খুন হয়েছিল ১৪৪ টি, ২০২০ সালে কমে হয়েছে ১১৪ টি, ডাকাতি হয়েছিল ২০১৯ -তে ০৮ টি আর ২০২০ তে কমে হয়েছে ০৩ টি, ছিনতাইয়ের ঘটনা ২০১৯ সালে হয়েছিল ২২ টি, ২০২০ -তে কমে হয়েছে ০৪ টি, বধূহত্যা ২০১৯ -তে ৩৮ টি হয়েছে, ২০২০ সালে কমে দাঁড়ায় ২৩ টি, শ্লীলতাহানির ২০১৯ -তে হয়েছিল ২১৫ টি, ২০২০ -তে কমে হয়েছে ১৫৯টি, অপহরনের ঘটনাও ২০১৯ -তে হয়েছে ১৩৮ টি, ২০২০ সালে কমে হয়েছে ১১০ টি বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন ড্রাগস, হেরোয়িন, ত্রিপুরা রাজ্যের জন্য কাল।

মানুষকে নেশা থেকে মুক্ত করতে আরো বেশি সচেতন করতে হবে। এবং মহিলা সংক্রান্ত অপরাধ এক দিনের শূন্য করা যাবে না। কিন্তু করার প্রচেষ্টা করতে হবে। মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন গত কয়েক মাস ধরে ত্রিপুরা পুলিশকে বদনাম করা হয়েছে। কিন্তু এইগুলি যারা করেছে তারা নেগেটিভ প্রচার করে সামরিক সাফল্য হয়েছে। কিন্তু এ সাফল্য তাদের কোন কাজে আসবে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্য পুলিশের আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান। রাজ্য পুলিশ, টি এস আর, সি আর পি এফ ১৫৪ জন রক্তদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য