Saturday, January 18, 2025
বাড়িরাজ্যবিশ্ব এইডস দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

বিশ্ব এইডস দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : এইডস রাজ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এরই মধ্যে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আই জি এম চৌমুহনী স্থিত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সম্মুখে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয় বুধবার। এইচ আই ভি আক্রান্ত মানুষদের প্রতি ভালবাসা ছড়িয়ে আগামী দিনে এইচআইভি সংক্রমণকে শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞায় এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

 ত্রিপুরা ষ্টেট এইডস কনট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের  মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু , পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, ত্রিপুরা ষ্টেট এইডস কনট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ শঙ্কর দাস সহ অন্যান্যরা। এখনো পর্যন্ত ২ কোটি ৮০ লক্ষ রোগী এইডসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। চার কোটি মানুষ এই রোগে আক্রান্ত। রাজ্যে এইচ আই ভি রোগীর সংখ্যা ৩৫০০ জন। তাদের সরকারি ভাবে ভাতা ও পরিষেবা প্রদান করা হচ্ছে। কিন্তু এখনো মানুষের মধ্যে এইচ আই ভি নিয়ে ভ্রান্ত ধারনা রয়ে গেছে। এটা মোটেই বাঞ্ছনীয় নয় বলে জানান স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু। কিন্তু এই রোগ শূন্যের কোটায় নিয়ে আসতে আগামী দিনে সংশ্লিষ্ট দপ্তরের কি পদক্ষেপ রয়েছে সে বিষয়ে তেমন কোন কিছু তুলে ধরা হয়নি এদিনের অনুষ্ঠানে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য