স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : বি এস এন এল -এর টাওয়ারের ব্যাটারি চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক দুই যুবক। এলাকাবাসী বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় দুই যুবককে।
ঘটনার বিবরণে জানা যায়, মতাই বুড়াকালিবাড়ি সংলগ্ন বিএসএনএল টাওয়ারের ব্যাটারী চুরি করার সময় এলাকাবাসীর হাতে আটক হয় এই দুই যুবক। আটককৃত দুই যুবকের নাম বিল্লাল মিয়া এবং মোহাম্মদ আর মিয়া। দুজনেরই বাড়ি রাজনগর এলাকায়। তারা এদিন বিকালে বি এস এন এল -এর টাওয়ারের দরজা ভেঙে ২৮ টি ব্যাটারী চুরি করে চম্পট দেওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়। পরবর্তী সময় এলাকাবাসী বিলোনীয়া থানায় খবর দেয়। বিলোনিয়া থানার পুলিশ গিয়ে আটককৃত দুই যুবককে বিলোনীয়া থানায় নিয়ে যায়। ধারণা গোটা চোর চক্রকে জালে তুলতে পারবে পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানায় পুলিশ।