স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : বাজারের দুটি বন্ধ দোকানের শাটার ভেঙ্গে দোকানের ভেতরে মজুত রাখা অবৈধ মদ বাজেয়াপ্ত করে জিবি ফাঁড়ির পুলিশ। আটক মদের বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। তবে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নেমে দুটি দোকানের শাটার ভেঙ্গে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকার বিলাতি মদ বাজেয়াপ্ত করে পুলিশ। তবে এদিনের অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ। দীর্ঘ দিন ধরে জিবি বাজার এলাকায় একাংশ অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে মজুত করে বিক্রি করত বলে খবর। তবে এলাকায় যে নেশা রমরমা ব্যবসা চলে সে বিষয়ে পুলিশ অবগত রয়েছে। কিন্তু কাউকে জালে তোলার উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।