স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : রবিবার থেকে শুরু হয়েছে ঘর ঘর চলো অভিযান। পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রে ঘর ঘর অভিযানে অংশ নেন বিজেপি -র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন ১২ বুথে অভিযানের অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি যান তিনি। সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তা।
রাজ্য ও কেন্দ্র সরকারের কাজগুলিকে নিয়ে মানুষের কাছে যাওয়া হচ্ছে। ঘর ঘর অভিযানের মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে। রিপোর্ট কার্ডের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে বিজেপি সরকার কি কি কাজ করেছে। প্রত্যেকটি বিধানসভায় কার্যকর্তারা ময়দানে রয়েছেন। ২০২৩-এ বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠা করার দৃড়তা এবং সঙ্কল্পের সঙ্গে কাজ করছে কার্যকর্তারা বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে বিরোধী দলনেতার বক্তব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন বিরোধী দলের অস্তিত্ব বর্তমানে বিলুপ্তির পথে। ২০২৩ সালে মানুষ প্রতিজ্ঞা করে নিয়েছে সন্ত্রাসী কমিউনিস্টকে উৎখাতের। ২০১৮, ২০১৯ সালে তাদের উচিৎ শিক্ষা দিয়েছে। সদ্য অনুষ্ঠিত উপ নির্বাচনে রাজ্যের মানুষ প্রমান করে দিয়েছে আগামী ২০২৩-এ সিপিএম-র অস্তিত্ব এই রাজ্যে বিলুপ্তির পথে বলে জানান তিনি।