স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : রাজ্যের বিভিন্ন স্থান থেকে চলতি মাসে এখনো পর্যন্ত নেশা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৩৫৯ কেজি গাঁজা, ৪৫৪.৩ গ্রাম হেরোয়িন, ১০৬২ বোতল কফসিরাপ, ৩৪,৬৬৫ টি ইয়াবা ট্যাবলেট, ৪ লক্ষ ৮০ হাজার গাঁজার চারা বাজেয়াপ্ত করা হয়। এই অভিযানে মোট ৩৪ টি মামলা নেওয়া হয়েছে। আটক করা হয়েছে ৪২ জনকে।
সোমবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান রাজ্য পুলিশের পি আর ও জ্যোতিষ্মান চৌধুরী। এখনো পর্যন্ত মোটর ভেহিক্যাল অ্যাক্টে ৭৫ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে। ১৬ টি মামলার সাজা ঘোষণা করা হয়েছে চলতি মাসে। আগরতলা-সাব্রুম ১৩৫ কিলোমিটার সড়ককে হাইওয়ে পেট্রোলিং-র আওতায় আনা সম্ভব হয়েছিল। এখন নতুন করে আগরতলা- চুড়াইবারি ২১০ কিলোমিটার সড়ককে হাইওয়ে পেট্রোলিং-র আওতায় আনা গেছে। গত ২৫ নভেম্বর এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। চলতি মাসে এখনো পর্যন্ত হত্যার ঘটনায় পলাতক ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহিলা অপরাধ সংক্রান্ত ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ৩৬৮ টি সচেতনতা মূলক শিবির করা হয় বলে জানান তিনি।