Saturday, January 25, 2025
বাড়িরাজ্যসরকারের মূল উদ্দেশ্য হলো গুড গভর্নেন্স : মুখ্যমন্ত্রী

সরকারের মূল উদ্দেশ্য হলো গুড গভর্নেন্স : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর :  সব কাজ হয়ে যাবে এবং সকলকে চাকরি দেওয়া যাবে এর গ্যারান্টি সরকার দিতে পারবে না। তারপরও সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করা হবে, সেই লক্ষ্য রেখে চেষ্টা করছে সরকার। সরকার চাকরি নিয়ে কোন ধরনের তালবাহানা করতে চায় না। এক স্বচ্ছ নিতি নিয়ে সরকার এগিয়ে যেতে চায় বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক ঋণ মেলা অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরো বলেন, সরকারের কাছে সময় কম। কিন্তু সিলেবাস অনেক বেশি মোটা হয়ে গেছে। তাই সরকার সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে। এর মধ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন। তবে সরকার নির্বাচন নিয়ে চিন্তিত নয়। সরকার প্রত্যাবর্তন হবে তা নিশ্চিত। কারণ সেবাই সংগঠন, এই ধারণা নিয়ে সরকার কাজ করছে। সার্বিক সরকার উন্নয়নের জন্য কাজ করে চলেছে। পূর্বতন সরকার স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করত। কিন্তু বর্তমান সরকার যা বলে তা করে দেখায়। সরকারের মূল উদ্দেশ্য হলো গুড গভর্নেন্স। আর এই আস্থা মানুষ যাতে সরকারের উপর রাখতে পারে তার জন্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। সরকার মানুষের কাছে দায়বদ্ধ।

সেই লক্ষ্য রেখে গুজরাট মডেল করে ত্রিপুরাকে এক নম্বর রাজ্য হিসেবে গোটা দেশের কাছে তুলে ধরতে চাইছে সরকার। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে সরকার সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে রোজগার বাড়াতে চাইছে। ২০১৭-১৮ সালে সেলফ হেল্প গ্রুপ ছিল ৪ হাজার ১৫৩ টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৫৭ টি। ২০১৭-১৮ সালে সেলফ হেল্প গ্রুপের জন্য দেওয়া হয়েছিল ৪.৯৬ কোটি টাকা। বর্তমানে দেওয়া হচ্ছে ৫ ০৭.৩৬ কোটি টাকা। এতে মহিলারা স্বনির্ভর হয়ে উঠছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী শ্রী সাহা। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ প্রশাসনিক আধিকারিকেরা। রোজগার মেলায় চাকরি প্রাপ্তদের হাতে অফারের খাম তুলে দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য