স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : দীর্ঘ চার মাস ধরে নিখোঁজ মহিলার অর্ধ নগ্ন মৃতদেহ উদ্ধার। মৃত মহিলার নাম লক্ষ্মী দাস, বয়স আনুমানিক ৪৩ বছর। বাড়ি ধর্মনগর থানার অন্তর্গত মঙ্গলখালি ৩ নং ওয়ার্ড এলাকায়। মৃত মহিলার স্বামীর বক্তব্য চার মাস পূর্বে লক্ষ্মী দাস অপর এক যুবকের সাথে পালিয়ে যায়। তারপর ধর্মনগর থানায় মিসিং ডায়েরি করা হয়। থানায় মিসিং ডায়েরি করার পরও মহিলার কোন হদিশ পাওয়া যায় নি।
এরই মধ্যে স্বামীর বাড়ির অদূরে ধান ক্ষেতের পাশে খালি জায়গায় এলাকার এক মহিলা লক্ষ্মী দাসের অর্ধ নগ্ন মৃতদেহ দেখতে পায়। সাথে সাথে ঐ মহিলা ঘটনার বিষয়ে এলাকার লোকজনদের জানান। এলাকাবাসিরা মৃত মহিলার স্বামী ও পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে মৃতার স্বামী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এলাকাবাসীর সন্দেহ মৃত লক্ষ্মী দাসকে হয়তো ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।