স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : সোহেল ইসলামের মৃত্যুতে শেষ পর্যন্ত চাপে পড়ে খুনের ধারা যুক্ত করল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। এই মামলায় মোট চারজন অভিযুক্তের বিরুদ্ধে এনসিসি থানায় অভিযোগ করেছেন মৃতের স্ত্রী রুমা বেগম। গত ২২ নভেম্বর এন সি সি থানায় মৃত ব্যক্তির স্ত্রী রুমা বেগম অভিযোগ করেছিলেন গত ১৪ নভেম্বর ইন্দ্রনগর এলাকার বাজারে তার স্বামীকে মারধর করেছে চারজন অভিযুক্ত।
পরে সোহেলের মুখে বিষ ঢেলে দিয়ে অভিযুক্তরা নরসিংগড়ের একটি মানসিক হাসপাতালে তাকে তড়িঘড়ি করে ভর্তি করায়। তারপর মানসিক হাসপাতালে দুদিন ফেলে রেখে ১৬ নভেম্বর তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে। তারপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এখন মৃত ব্যক্তির ময়না তদন্ত করতে দিচ্ছে না অভিযুক্তরা। অভিযুক্তরা হলেন আহমদ আলী, মোহাম্মদ আলী, নুর ইসলাম এবং আরমান আলি। তারা সকলে ইন্দ্রনগরের বাসিন্দা। অভিযুক্তরা সকলে তার পরিজন। মোটা অংক দিয়ে প্রশাসনের সাথে তার মৃত্যুর পর রহস্য ধাপাঝাপা দিতে চাইছে। মৃতদেহ ময়না তদন্ত না করে মাটি চাপা দিতে চেয়েছে। অসহায় স্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ময়না তদন্তের দাবি করে চার অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন থানায়। এবং তিনি প্রধানমন্ত্রীর কাছে দারি জানান অভিযুক্তদের জাতির সুষ্ঠু বিচার হয়।