স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : প্রতি ঘরে সুশাসন করমসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৪৪ নং ওয়ার্ডের উদ্যোগে সুশাসন মেলা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার। উপস্থিত ছিলেন মন্ত্রী রাম প্রসাদ পাল, ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলার উদয় ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। এইদিনের সুশাসন মেলা থেকে ওয়ার্ড এলাকার জনগণকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়।
এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার জানান রাজ্য সরকারের উদ্যোগে প্রতিঘর সুশাসন অভিযান শুরু করা হয়েছে। সুশাসন মেলার মাধ্যমে এলাকার সাধারন মানুষের প্রয়োজনীয় কাগজ পত্র করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের শংসাপত্র এইদিনের মেলায় এলাকার সাধারন মানুষকে প্রদান করা হচ্ছে। যারা এইদিন শংসাপত্র পাবে না, তাদেরকে আগামিদিনে ওয়ার্ড অফিসের মাধ্যমে নিজ নিজ বাড়িতে সেই শংসাপত্র পৌঁছে দেওয়া হবে।