স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ডুকলি মহাকুমা কমিটি পক্ষ থেকে বৃহস্পতিবার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে এক মিছিল সংঘটিত হয়। মিছিলটি এদিন প্রতাপগড় সিপিআইএম কার্যালয় থেকে শুরু হয় শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। এদিন মিছিলের মধ্যে দিয়ে কর্মী সমর্থকরা ১৬ দফা দাবি তুলে ধরে। এর মধ্যে বর্তমান পরিস্থিতিতে যেসব জ্বলন্ত ইস্যু রয়েছে সেগুলি তুলে ধরা হয়।
মিছিল থেকে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন বর্তমান সরকার গত পৌনে পাঁচ বছরে তপশিলি অংশে মানুষের জন্য কোন কাজ করেনি। মূলত গত পৌনে পাঁচ বছরে তপশিলি হোস্টেল গুলি সংস্কার করা হয়নি। তপশিলি অংশের ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে স্টাইপেন্ড পাচ্ছে না এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক ৩৪০ টাকা এবং বছরে ২০০ দিনের কাজ দেওয়া হচ্ছে না। এর পেছনের মূলত একটাই কারণ সেটা হলো রাজ্যে যে সরকারটা চলছে সেটা একটা জন বিরোধী সরকার। তারা তপশিলি অংশের এবং পশ্চাদপদ অংশের মানুষের সাথে কাজ করছে না বলে তীব্র সমালোচনা করেন তারা। এবং দাবি তুলে এ সরকার পতন করে রাজ্যের গরিব মানুষদের সাথে বিকল্প সরকার প্রতিষ্ঠিত করার জন্য বলে জানান বিপদ বন্ধু ঋষি দাস। আয়োজিত মিছিলে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা তথা বিধায়ক রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।