স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : দমকল কর্মীদের উদাসীনতায় চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল কৃষকের খড়ের মোড়ল। ঘটনা মেলাঘর কলম ক্ষেত পঞ্চায়েতের দুই নাম্বার ওয়ার্ডের সাহাবাড়ি এলাকায়। মঙ্গলবার রাতে সুভাষ সাহার খড়ের মুরল আগুন জ্বলতে দেখে আশপাশ এলাকার মানুষ। সাথে সাথে দমকল কর্মীদের ফোনে খবর দিতে চাইলে কোন সাড়া মেলেনি ফোনে। দীর্ঘদিন ধরে ফোনটি বোবা হয়ে আছে বলে জানায় স্থানীয়রা।
এদিকে সূত্রে খবর মোবাইল ফোন অচল হওয়ার কারণে একটি মোবাইল ফোন নাম্বার রয়েছে, সে মোবাইল ফোনে ফোন করলে দমকল কর্মীরা ছুটে যায়। কিন্তু পরবর্তী সময় স্থানীয়দের কাছ থেকে মেলাঘর থানায় খবর দেওয়া হলে, পুলিশ দমকল কর্মীদের জানায়। সঠিক সময় দমকল কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছাতে পারায় চোখের সামনেই ঝলসে গেল খড়ের কুঞ্জ। এদিকে বাড়ির মালিক সুভাষ সাহা জানান, ব্যক্তিগত কোন শত্রুতা নেই, কেন বা খরের মুরলটি আগুন লাগিয়ে দিয়েছে তা বুঝতে উঠতে পারছেন না। তবে ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দাবি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করার জন্য। পাশাপাশি অন অভিজ্ঞ দমকল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানায় স্থানীয়রা।