স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : মঙ্গলবার সাতসকালে একটি মারুতি গাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি মদ সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বটতলা ফাঁড়ির পুলিশ। এ বিষয়ে ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি সমেত এই দেশি মদ উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ৫০০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। মধুপুর থেকে এই বিপুল পরিমাণ বিলেতি মদ আগরতলার উদ্দেশ্যে নিয়ে আশা হয়েছে। গাড়ি সহ মদ উদ্ধারের পাশাপাশি ইন্দ্রজিৎ দাসগুপ্ত নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বটতলা ফাঁড়ি থানার ওসি জানান ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।