স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : আগামী ২৯ নভেম্বর রাজ্য সফরে আসবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। তিনি রাজ্য সফরে এসে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে সূত্রে খবর। প্রশাসনিকভাবে এই খবরটি রাজ্যে এসে পৌছাতেই শুরু হয়েছে বিভিন্ন প্রস্তুতি।
প্রশাসনিক সূত্রে জানা যায়, তিনি রাজ্য সফরে আসার পর এমবিবি বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর আয়োজন করা হবে। তারপর এমবিবি কলেজে এবং হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের সরস মেলায় অংশ নেবেন তিনি।