স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : রাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র বিপন্ন, বেকারদের কর্মসংস্থানের অভাব, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আঁকাশ ছোঁয়া এ ধরনের একাধিক অভিযোগ তুলে বর্তমান সরকারের শাসনকালকে অপশাসন বলে ব্যাখ্যা দিয়ে ভারত জুড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস। রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের ১২০০ কিঃমিঃ পথ পরিক্রমা করবে কংগ্রেস কর্মী সমর্থকরা।
মঙ্গলবার পদযাত্রার চতুর্থ দিন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে এই অপশাসনের বিরুদ্ধে এগিয়ে আসতে আহ্বান জানান কংগ্রেস নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন উপস্থিত নেতৃবৃন্দদের সাথে পদযাত্রায় পা মেলায় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বহু কংগ্রেস কর্মী সমর্থক। তবে প্রশ্ন আগামী দিনে ত্রিপুরার দিশা এই পদযাত্রা কতটা দেখাতে পারবে। এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে এই পদযাত্রা অনেকটাই মাইলেজ দেবে বলে অভিমত রাজনৈতিক মহলের।