Thursday, January 23, 2025
বাড়িরাজ্যপার্কিং বন্ধ করতে মাঠে নামলেন কর্পোরেটার

পার্কিং বন্ধ করতে মাঠে নামলেন কর্পোরেটার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর :  সরকারী জমিতে পার্কিং বন্ধ করতে মাঠে নামলেন কর্পোরেটার হিমানী দেববর্মা। উল্লেখ্য, নো পার্কিং সাইন বোর্ড থাকার পরেও বহু বছর ধরে মানুষ অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে চলেছে। গাড়ি গুলি অবৈধ ভাবে রাখা হলেও দৃষ্টি নেই কর্তৃপক্ষের। কেউ কেউ আবার গাড়ি রাখার জন্য স্থায়ি সেড বানানোর চেষ্টাও করেন। এর উপর বাড়তি সংযোজন রাতের আঁধারে মদ্যপদের তাণ্ডব।

গাড়ির অভ্যন্তর কিংবা আড়ালে চলে নেশা সেবন। যে কারনে সন্ধ্যা ঘনিয়ে আসতেই এই রাস্তা দিয়ে সাধারণের চলাচল দুরহ হয়ে পড়ে। এই চিত্র টাউন হলের পেছনে অবস্থিত পুর নিগমের জায়গায়টির।  রবিবার স্থানীয় বুথ সভাপতিকে নিয়ে জায়গাটি ঘুরে দেখেন ২০ নং ওয়ার্ডের কর্পোরেটার তথা মেয়র ইন কাউন্সিলের সদস্য হিমানী দেববর্মা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি জানান ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২০ নং ওয়ার্ডের  ১৪ নং  বুথের অন্তর্গত এই জায়গাটি। সমস্যা গুলি সম্পর্কে তিনি অবগত। অবৈধ ভাবে গাড়ি রাখার খবর পেয়ে পুর নিগমের টাস্ক ফোর্স বেশ কয়েকবার অভিযান চালায়। রাতে মদ্যপ ও নেশাকারবারিদের ঠেকাতে চলে পুলিশি অভিযান। আগামী দিনে পুর নিগমের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বার্তা দেন  কর্পোরেটার হিমানী দেববর্মা। তবে এই সমস্যা নতুন নয়। দীর্ঘ দিন ধরে এই অভিযোগ থাকলেও কোন এক অজ্ঞাত কারনে পুর নিগম এবং পুলিশ শক্তভাবে তা নিরসনে পদক্ষেপ না নেওয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য