Saturday, July 27, 2024
বাড়িরাজ্যঘরে ঘরে পৌঁছাতে ভাজপার নয়া কর্মসূচি

ঘরে ঘরে পৌঁছাতে ভাজপার নয়া কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর :  আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দিশাহারা শাসক দল বিজেপি। পৌনে পাঁচ বছর মানুষের কাছে পৌঁছাতে না পেরে বর্তমানে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে কার্যকর্তাদের। এবার নির্বাচনের দুমাস আগে ৬০ টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি মণ্ডলের প্রতিটি বুথে ঘর ঘর বিজেপি কার্যক্রম সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অঙ্গ হিসাবে রবিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪ নং বুথের রঞ্জিত নগর এলাকায় এই কার্যক্রম সংগঠিত করা হয়। এদিনের কর্মসূচীতে ছিলেন সাত রামনগর মণ্ডল সভাপতি তাপস দেব, ১৪নং ওয়ার্ডের কর্পোরেটার স্নিগ্ধা দাস দেব সহ দলীয় কার্যকর্তারা।  এদিন থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। আর এই কর্মসূচীকে বাস্তবায়িত করার লক্ষ্যে মণ্ডল কমিটি  ও বুথ কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হয়। দেশ ও রাজ্যের অগ্রগতির স্বার্থে বিজেপি সরকার ও দল মানুষের জন্য কাজ করছে । তাই প্রতিঘরে যাতে বিজেপি থাকে তার লক্ষ্যেই এই কর্মসূচী বলে জানান মণ্ডল সভাপতি তাপস দেব। মানুষের কাছে ২০১৮-র নির্বাচনের আগের ত্রিপুরা এবং নির্বাচনের পর ত্রিপুরার প্রাসঙ্গিকতা তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য