স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : বিপুল পরিমাণ দেশি ও বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হল কাঞ্চনপুর থানার পুলিশ। কাঞ্চনপুর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কাঞ্চনপুর থানার পুলিশ পানিসাগর-কাঞ্চনপুর সড়কে যানবাহন চেকিং করে।
সেই সময় TR-05A-0640 ও TR-05D-1890 নাম্বারের দুইটি গাড়ি আটক করা হয় শান্তিপুর এলাকায়। এই দুইটি গাড়ি থেকে ৩ হাজার ২০০ বোতল বিলাতি মদ ও বেশকিছু দেশী মদ উদ্ধার হয়। কাঞ্চনপুর থানার ওসি আরও জানান পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে পুলিশ এক জনকে চিহ্নিত করেছে। ২৮ বছর বয়সী পিংকু নাথ নামে এক জনকে পুলিশ চিহ্নিত করেছে বলে খবর।