স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : জেরক্স করে রাস্তা পার হওয়ায় সময় দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত হরিদাস দেবনাথ নামে এক ব্যক্তি। ঘটনা খয়েরপুর চৌদ্দ দেবতা মন্দির এলাকায়। এদিন ঘটনায় বিবরণে জানা যায়, এলাকায় ট্রাফিক কর্মীর অভাবে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। পরবর্তী সময় প্রত্যক্ষদর্শীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
হরিদাস দেবনাথের মাথা এবং বুকে আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসীর কাছ থেকে দাবি উঠেছে পুলিশ যাতে অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনত শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি আরো দাবি তুলেছে এলাকায় ট্রাফিক কর্মীর অভাবে প্রতিনিয়ত এ ধরনের যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তাই এলাকায় যাতে ট্রাফিক ব্যবস্থা করা হয়।