স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : বিলোনিয়া থেকে শ্রীনগর যাওয়ার পথে সুভাষ নগর এলাকায় দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত ঠিকাদার। আহত ঠিকাদারের নাম জয়দেব সেন। ঘটনার বিবরনের জানা যায়, অভিজিৎ বণিক ও তার ছোট ভাই, কৃষ্ণ দেবনাথ, রাহুল বিশ্বাস মিলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন জয়দেব সেনকে।
দীর্ঘ সময় পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে জয়দেব সেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জয়দেব সেন জানান অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযুক্তরা সকলেই নামধারী বিজেপি কর্মী। কিন্তু তারা সকলেই সিপিআইএমের দুর্বৃত্ত। পরিকল্পিতভাবে এই ঘটনা সংঘটিত করেছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ তোলেন তিনি।