স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : আদালতে রায় মানছে না সরকার। দাম্ভিক সরকারের এ ধরনের অবমাননার ফলে এবার রাস্তায় নামতে বাধ্য হয়েছে জুটমিলের শ্রমিকরা। শুক্রবার গণধর্নায় শামিল হলো তারা। আদালতের রায় মেনে অন্যান্য পিএসইউ-র ন্যায় ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে এদিন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে গন অবস্থান সংগঠিত করলো ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটি।
ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটির অন্যতম নেতৃত্ব ধনুমনি সিং জানান ১৯৯৬ সালের ১ জানুয়ারি থেকে অন্যান্য পিএসইউ-র ন্যায় ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটি। এই কমিটি আদালতের দ্বারস্থও হয়েছিল। হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটির পক্ষে রায় দেয়। তারপর রাজ্য সরকার আপিল করে সুপ্রিমকোর্টে। কিন্তু সুপ্রিমকোর্ট আগের রায় বহাল রাখে। তারপরও রাজ্য সরকার আদালতের রায় কার্যকর করার ক্ষেত্রে গড়িমসি করছে। তাই তারা এইদিন গন অবস্থানে সামিল হয়েছেন। ধনুমনি সিং আরও জানান সহসাই রাজ্য সরকার আদালতের রায় কার্যকর না করলে ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ আন্দোলন কমিটি বৃহত্তর আন্দোলনে সামিল হবে।