Thursday, April 18, 2024
বাড়িরাজ্য১৭ নং ওয়ার্ড পরিদর্শনে গেলেন মেয়র

১৭ নং ওয়ার্ড পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর :  নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন মেয়র দীপক মজুমদার। গত কয়েকদিনের মতো শুক্রবারও আগরতলা পুর নিগমের  ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত এডভাইজার চৌমুহনি এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনের পর কথা বলেন স্থানীয়দের সাথে। অবগত হন এলাকার বিভিন্ন সমস্যার সম্পর্কে। এলাকায় দীর্ঘ দিনের সমস্যা পানীয় জলের।

 এই পানীয় জলের সমস্যা আগরতলা পুর নিগমের বেশ কিছু ওয়ার্ডে রয়েছে। মূলত বিগত পুর নিগম দায়িত্ব নিয়ে কাজ না করার ফলেই এই জল সমস্যা প্রকট হয়েছে। তারা কাজ করেনি বলে বর্তমান পুর বোর্ড করবে না এমনটা নয়। ১০ মাসের পূর বোর্ড বিভিন্ন স্থানের সমস্যার নিরসন ঘটিয়েছে। এই ক্ষেত্রে জল বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পুর নিগম এলাকায় ৪৭ টি স্থানে জলের সোর্স তৈরি করা হচ্ছে। এই ওয়ার্ডের জলের সমস্যা নিরসনের জন্য দ্রুত টেন্ডার করে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। তবে তার জন্য কিছু সময় দিতে হবে। সার্বিক ভাবে সমস্ত সমস্যার সামধান করতে বর্তমান পুর বোর্ড সক্রিয় বলে জানান মেয়র। সঙ্গে ছিলেন কর্পোরেটর শিখা ব্যানার্জি। পুর নিগমকে সুন্দর রাখার দায়িত্ব সকলের। তাই নিগমের উদ্যোগে করা কাজ গুলিকে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান মেয়র। মেয়রকে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা। স্থানীয়রা আশাবাদী দ্রুত এলাকার সমস্যা সমাধান হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য