Friday, January 24, 2025
বাড়িরাজ্য২৪ টি এন জি ও সংস্থা আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথায় যোগদান

২৪ টি এন জি ও সংস্থা আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথায় যোগদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর :  শাসক দল বিজেপিকে চ্যালেঞ্জ করতে প্রতিনিয়ত রণকৌশলের পরিবর্তন করছে তিপ্রা মথা। যা রাজ্য রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ পাহাড়ে মাটির সাথে লড়াই করা এই দলটির সাথে রাষ্ট্রবাদী দল বিজেপির নির্বাচনী লড়াইয়ের দামামা ইতিমধ্যে বেজে গেছে। আর এই দুই দলের মধ্যেই হবে মূলত আসন্ন বিধানসভার লড়াই। এমনটাই মনে করছে অভিজ্ঞ রাজনৈতিক মহল।

 শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ২৪ টি এন জি ও সংস্থা আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথায় যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান সভাপতি বিজয় রাঙ্খল। বিজয় রাঙ্খল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মোট ১০০ টি এন জি ও সংস্থা রয়েছে। এর মধ্যে ২৪ টি এন জি ও সংস্থা এদিন তিপ্রা মথায় যোগদান করেছে। এন জি ও গুলির মধ্যে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন ভোটার রয়েছে। তারা আগামী দিনে গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে লড়াই করতে প্রস্তুত। এবং এই দাবিতে আগামী দিনে যতগুলি কর্মসূচি হবে সবগুলিতে তারা অংশগ্রহণ করবে। তাই দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। যোগদানকারীরা সকলের প্রদ্যোৎ কিশোর দেববর্মনের আদর্শকে সমর্থন করে এসেছে। এদিন যোগদানটি হয় শচীন্দ্র দেববর্মার নেতৃত্বে। এদিন আয়োজিত যোগদান সভায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য