স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : আগরতলা শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বহু সিকিউরিটি গার্ডের সংস্থা। যেসব সংস্থাগুলি কর্মীদের দীর্ঘ সময় কাজ করিয়ে মজুরি দিতে তালবাহানা করছে। শহরের মধ্যে অন্যতম এস আই এস নামে একটি সংস্থা শহরের বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ডের পরিষেবার প্রদান করছে। কিন্তু সেই গার্ডদের ন্যায্য পাওনা তারা সঠিকভাবে মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ। বহু সিকিউরিটি গার্ড এই টাকা জন্য হন্য হয়ে প্রতিদিন সংস্থার দুয়ারে দুয়ারে ঘুরছে।
কিন্তু সংস্থার এমডি রাজেশ কুমার শর্মা তাদের দ্বারা তারা একপ্রকার দুর্ভোগের শিকার হচ্ছে। বুধবার তারা জগন্নাথ বাড়ি স্থিত সংস্থার প্রধান কার্যালয়ে এসে বিক্ষোভ দেখায়। শেষ পর্যন্ত এমডি রাজেশ কুমার শর্মা তাদের আশ্বস্ত করেছেন আগামী ১৫ দিনের মধ্যে তাদের পুরো টাকা মিটিয়ে দেওয়া হবে। না হলে তারা মামলা করতে পারবে বলে জানিয়ে দেয় এদিন। এভাবে বঞ্চিত রয়েছেন ২৫৬ জন সিকিউরিটি গার্ড। গত জুন মাসে তারা অন্য একটি সংস্থায় গিয়ে যোগদান করেন। তাদের প্রত্যেকের ৬০ থেকে ৭০ হাজার টাকা বকেয়া রয়েছে। তাদের অভিযোগ অতিরিক্ত দৈনিক কাজ এবং বোনাসের টাকার এই বকেয়া। তবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কতটা টনক নড়ে।