স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : শ্রমিকদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শান্তিপদ চক্রবর্তী নামে এক চা বাগানের কর্ণধার। ঘটনা সূত্রে জানা যায় সম্প্রতি তিনি এবং তার ছেলে কৈলাসহর চা বাগানের শ্রমিকদের দ্বারা আক্রান্ত হয়েছেন। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শান্তিপদ চক্রবর্তী নামে এই ৭০ বছর বয়সী বৃদ্ধ। খবর পেয়ে বুধবার জিবি হাসপাতালে ছুটে যান সিপিআইএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর।
তিনি চিকিৎসকদের সাথে কথা বলে শান্তিপদ চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন শান্তিপদ চক্রবর্তী। দ্রুত আরোগ্য কামনা করে বলেন রাজনৈতিক কিছু ব্যক্তির উস্কানিতে শ্রমিকদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আরো বলেন পুলিশের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে পরিবারের কাছ থেকে অবগত হয়েছেন। তাই পুলিশে উদ্দেশ্যে দাবি করেন যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।