Saturday, February 15, 2025
বাড়িরাজ্যনবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে মাতা বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে মাতা বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : রবিবার আগরতলা পুর নিগমের ভোট গণনা অনুষ্ঠিত হয়। পুর নিগমের ৫১ টি আসনের মধ্যে ৫১ টি আসনেই জয়ী হয় বিজেপি প্রার্থীরা। সোমবার আগরতলা পুর নিগমের নব নির্বাচিত ৫১ জন কাউন্সিলারকে নিয়ে উদয়পুরের মাতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এইদিন সকালে পুর নিগমের নব নির্বাচিত কাউন্সিলাররা সকলে প্রথমে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়।

সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, সাধারন সম্পাদক কিশোর বর্মণ সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে সকলে একযোগে রওয়ানা হন উদয়পুরের মাতার বাড়ির উদ্দেশ্যে। পুর নিগমের নব নির্বাচিত কাউন্সিলারদের সাথে সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এইদিন মাতার বাড়িতে যান। সেখানে সকলে মিলে রীতি মেনে মায়ের পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান জনতা একটা বিশ্বাসের সাথে বিজেপি প্রার্থীদের জয়ী করেছে।

 তিনি আশা ব্যক্ত করেন নব নির্বাচিত কাউন্সিলাররা জনগণের হিতে কাজ করবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করবে নব নির্বাচিত কাউন্সিলাররা। এটাই তাদের জন্য উপহার হবে বলে জানান তিনি। এইদিন মাতারবাড়ি মন্দির চত্বরে এক সভার আয়োজন করা হয়। এই সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কাউন্সিলার হওয়া ছোট বিষয় নয়। একজন কাউন্সিলার একজন নির্বাচিত প্রতিনিধি। কাজ ছোট বড় হয়না। সব কাজ সমান। তাই নব নির্বাচিত কাউন্সিলারদের কাজ করে যাওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি মুক্ত প্রশাসন দেওয়ার বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন দুর্নীতি মুক্ত ব্যক্তি কাউকে ভয় পায়না।

 কেউ দুর্নীতির সাথে জড়িয়ে গেলে তবেই তার মনে ভয় ভীতি কাজ করে। কারো সামনে মথা নত না করার জন্য নবনির্বাচিত কাউন্সিলারদের উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী। যে কোন ব্যক্তি কোন কাজের জন্য কাউন্সিলারের নিকট আসলে যেন ফিরে যেতে না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। সব কাজ হয়না, তা কাজের মধ্যদিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে। মানুষ বর্তমানে তাদের অধিকার পেয়েছে। কাজ করার সময় কাউন্সিলারদের সবকিছু মাথায় রেখে কাজ করতে হবে।

বর্তমানে রাজ্যে যে সরকার চলছে, এই সরকার কোন দলের সরকার নয়। এই সরকার মানুষের সরকার। তার প্রতিফলন মানুষ দেখেছে কর্মের মাধ্যমে। একটা সময় ছোট ছোট বিষয় নিয়ে ত্রিপুরা রাজ্যে রাজনীতি হত। এখন আর ছোট ছোট বিষয় নিয়ে রাজনীতি হয় না। মানুষ সরকারী সুযোগ সুবিধা বিনা বাধায় পেয়ে যাচ্ছে। নিজের মধ্যে যেন কোন মতেই অহংকার না আসে তার দিকে লক্ষ্য রাখার জন্য নব নির্বাচিত কাউন্সিলারদের উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন নিজের স্বার্থে কাজ না করে অন্যের স্বার্থে কাজ করতে হবে।

যারা বিরোধী দলের সমর্থক তাদেরকে যেন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা না হয় তার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলের কর্মী সমর্থকদেরকেও নিজেদের কাছে নিয়ে আসার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা আলোচনা করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব ঘোষ সহ গোমতী জেলার বিজেপি নেতৃত্বরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য