Monday, February 17, 2025
বাড়িরাজ্যট্রাফিককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে যাত্রীবাহী অটো

ট্রাফিককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে যাত্রীবাহী অটো

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : উচ্চ আদালতের নির্দেশে যাত্রীবাহী অটোতে করে তিন জনের অধিক যাত্রী পরিবহন অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কে শুনে কার কথা। যদিও ট্রাফিক দপ্তর। দপ্তরে কর্মীদের কালো চশমা আর ছাতায় নিজেকে সুরক্ষিত রাখতে গিয়ে মানুষের সুরক্ষার কথা ভুলে যাচ্ছে ট্রাফিক কর্মীরা।

 কিন্তু একাংশ যাত্রীবাহী অটো চালক ট্রাফিক দপ্তর ও পরিবহন দপ্তরের নজর দারির অভাবে উচ্চ আদালতের নির্দেশে প্রতিনিয়ত তিন জনের অধিক যাত্রী পরিবহন করে চলছে। আগরতলা শহরে সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে। রাজধানীর যোগেন্দ্রনগর রেল ষ্টেশন থেকে আগরতলা শহরগামী যাত্রীবাহী অটোগুলি প্রতিনিয়ত ট্রাফিক রুলস ভঙ্গ করছে। দেখা যায় তিন জনের জায়গায় ৫ জন কিংবা ৬ জন যাত্রী নিয়ে সেই সকল অটো গুলি চলাচল করছে। অথচ কারো কোন নজরদারি নেই। সোমবারও একই চিত্র পরিলক্ষিত হয়। যাত্রীবাহী অটোতে করে তিন জনের অধিক যাত্রী পরিবহন করা হচ্ছে। যেখানে সামনে অর্থাৎ অটো চালকের পাশে কোন যাত্রী বসানোর নিয়ম নেই। সেখানে চালকের দুই পাশে বসানো হয়েছে দুই জন যাত্রী। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখার পর অটো চালক মাঝ রাস্তায় অটোর সামনে বসা দুই যাত্রীকে নামিয়ে দেন। অটো থেকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া এক যাত্রী জানান অটো চালক সামনে ট্রাফিক রয়েছে বলে ওনাকে অটো থেকে নামিয়ে দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য