স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর। শহিদ পুলিশ অফিসারের বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। খোয়াই থানার অন্তর্গত উত্তর রামচন্দ্রঘাটের শেওড়াতুলির ভিড় চৌমুহনী এলাকায় শুক্রবার রাতে নৃশংস হত্যার ঘটনা ঘটে।
আর নিজ দায়িত্ব পালন করতে শহিদ হয়েছেন খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক। রবিবার শহিদ পুলিশ অফিসারের বাড়ি রাজধানীর ইন্দ্রনগর এলাকায়। শহিদ পুলিশ অফিসার সত্যজিৎ মল্লিকের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কেন্দ্রীয় প্রতি মন্ত্রীকে পাশে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। বাকরুদ্ধ শহিদের স্ত্রী, মা। অসতীপর বৃদ্ধ পিতা কান্নায় ভেঙ্গে পড়েন। এক মেয়েও পিতাকে হারিয়ে শোকাতুর। পরিবারের পাশে থাকার বার্তা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।