স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : ৬৯ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আগরতলা শহরে মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার প্যালেস কম্পাউন্ড স্থিত সমবায় ভবন থেকে এই মিছিলের সূচনা হয়। এই মিছিলের সূচনা করেন দপ্তরের রেজিস্টার এস মগ। উপস্থিত ছিলেন সমবায় সমিতির চেয়ারম্যান , দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।
এদিনের মিছিলে বিভিন্ন ট্যাবলোর এর মাধ্যমে সমবায় দপ্তরের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় সমবায় ভবনে এসে শেষ হয়। আগামী ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত উদযাপন করা হবে ৬৯ তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ। সেই সময় রাজ্যের সাতটি জেলায় হবে আলোচনা সভা। রাজ্য সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে এই সমবায় সপ্তাহ উদযাপন করা হচ্ছে। আগামী দিনে গ্রামীন অর্থনীতির বিকাশে সমবায় দপ্তর এবং সমিতি গুলি সক্রিয় ভূমিকা নেবে বলে জানান দপ্তরের রেজিস্টার এস মগ । রাজ্যে সমবায় দপ্তরের ২৬৮ টি ল্যাম্পস রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩৭০০ জন বলেও জানান তিনি।