স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : শুক্রবার সি আই আই –র উদ্যোগে প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় চতুর্থ ত্রিপুরা রাবার কনক্লেভ। এদিনের কনক্লেভে উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, অতিরিক্ত সচিব এবং অধিকর্তা রাভেল হেমেন্দ্র কুমার, সি আই আই-র সদস্য রবীন বোস সহ অন্যান্যরা। ত্রিপুরায় রাবার শিল্পের বিশাল সম্ভবনা রয়েছে।
সেই লক্ষ্যে রাজ সরকার কাজ করছে। রাজ্যে রাবার উৎপাদন ও শিল্পের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। রাবার উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। আখাউড়া সীমান্ত দিয়ে রাবার রপ্তানীর জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের এক প্রতিনিধি দল এই বিষয়টি পর্যবেক্ষণ করে তা সুনিশ্চিত করবে বলে আশা ব্যক্ত করেন শিল্প ও বানিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র।